কাঠমাণ্ডু, ২৮ এপ্রিল: ফের ভূমিকম্প (Earthquake)নেপালে (Nepal)। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আতঙ্ক শুরু হয় পশ্চিম নেপালে। বৃহস্পতিবার রাতে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম নেপাল জুড়ে। প্রথম কম্পনের সময় রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৮। প্রথম ঝটকার পর দ্বিতীয়বার পশ্চিম নেপাল কেঁপে ওঠে ৫.৯ মাত্রার কম্পনে। বৃহস্পতিবার রাত ১১.৫৮ মিনিটে প্রথম কম্পন হলেও, দ্বিতীয়বার পশ্চিম নেপাল কেঁপে ওঠে রাত ১.৩০ নাগাদ। কম্পন অনুভূত হতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁরা ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেন। যদিও পরপর দুবার কম্পনের পরও হতাহতের কোনও খবর মেলেনি নেপাল থেকে।
দাহাকোট বাজুরায় কম্পন অনুভূত হওয়ার পর স্থানীয় প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার রাতে পরপর দুবার কম্পন অনুভূত হওয়ায় কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে।
প্রসঙ্গত পশ্চিম নেপালে এর আগেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। যার জেরে পরপর ৬ জনের মৃত্যু হয়। প্রসঙ্গত নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮৫০ কিলোমিটটার দূরে পশ্চিম নেপালের দাহাকোট বাজুরা।