Representational Image (Photo Credits: Pixabay)

Earthquake: ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল রাশিয়া (Russia)। এবারও সেই কামচাটকা প্রদেশ। তবে এবার রাশিয়ার কামচাটকা উপকূল যে মাত্রায় কেঁপে ওঠে, রিখটার স্কেলে তার পরিমাপ ৫। অর্থাৎ ৫ মাত্রার কম্পনে ফর নতুন করে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা উপকূল। যা নিয়ে মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করে।

আরও পড়ুন: Earthquake In New York: রাশিয়ার পর আমেরিকা, ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক ও নিউ জার্সি

দেখুন কীভাবে নতুন করে কেঁপে উঠল কামচাটকা উপকূল...

 

সম্প্রতি রাশিয়ার কামচাটকা উপকূল (Russia's Kamchatka Coast) কেঁপে ওঠে ৮.৮ মাত্রার জোরাল কম্পনে। যার জেরে জাপান এবং আমেরিকায় সুনামি দেখা দেয়। কামচাটকা উপকূল অতি তীব্র মাত্রার কম্পনের পর গোটা বিশ্ব জুড়ে জুড়ে আতঙ্ক ছড়ায়। জাপানে যেমন সুনামির (Tsunami) ঢেউ আছড়ে পড়ে, তেমনি আমেরিকার হাওয়াই, ক্যালিফোর্নিয়া, ওয়াশংটনে সুনামির ঢেউ আসতে শুরু করে। সেই রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া।

প্রসঙ্গত ৮.৮ মাত্রার যে কম্পন রাশিয়ায় অনুভূত হয়, তার জেরে অগ্ন্যুৎপাতও শুরু হয়। সবকিছু মিলিয়ে কামচাটকা প্রদেশ যখন একের পর এক কম্পনে কেঁপে উঠতে শুরু করে, সেই সময় গোটা বিশ্ব যেন কাঁপতে শুরু করে প্রবল আতঙ্কে।

নিউ ইয়র্কে ভূমিকম্প

এদিকে আমেরিকায় সুনামি আছড়ে পড়ার পর গত শনিবার রাতে নতুন করে কেঁপে ওঠে নিউ ইয়র্ক। শনিবার রাত ১০.১৮ মিনিট নাগাদ (স্থানীয় সময় অনুযায়ী) নিউ ইয়র্ক কেঁপে ওঠে। স্থানীয় সময় অনুযায়ী, নিউ ইয়র্কের ওই কম্পনের মাত্রা কত ছিল, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।