EAM Dr S Jaishankar (Photo Credit: X@Airnews

পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারেই শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে, এই সুযোগে আফগানিস্তানের মধ্যে ভারত বিদ্বেষী হাওয়া ছড়ানোর চেষ্টা করছিল পাকিস্তান। এমনিতেই বিগত কয়েক দশক ধরে আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের। অপরদিকে পাকিস্তানের সঙ্গে আবার বালোচিস্তান, সিন্ধ প্রদেশ নিয়ে আদায় কাঁচকলা সম্পর্ক পাকিস্তানের। এরমধ্যেও পাকিস্তান চেষ্টা করেছিল তালিবান অধ্যুষিত আফগানিস্তানকে নিজের দলে টানতে। কিন্তু বৃহস্পতিবার আফগান বিদেশমন্ত্রী মৌলবী আমির খান মুত্তাকি সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গুরুত্বপূর্ণ বৈঠকের পর স্পষ্ট হয়ে যায়, পাকিস্তানের প্রতি কোনও সহমর্মিতা নেই আফগানিস্তানের।

আফগান মন্ত্রীর সঙ্গে বৈঠক বিদেশমন্ত্রীর

ফোনের মাধ্যমে দুই মন্ত্রীর আলোচনা হয়। আর সেই বৈঠক নিয়ে এস জয়শঙ্কর এক্স হ্যাণ্ডেলে টুইট করে লেখেন, আজ সন্ধ্যা মৌলবী আমির খান মুত্তাকির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে তিনি পহেলগামে জঙ্গি হামলা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। একইসঙ্গে অপারেশন সিঁদুর নিয়েও প্রশংসিত করেছেন। এই সময়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল অনেকেই। কিন্তু এই প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখান করেছেন মুত্তাকি। আফগান জনগণদের সঙ্গে ভারতের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক

প্রসঙ্গত, বিগত কয়েক দশক ধরে পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছিল আফগানি তালিবানরা। তেহেরিক-ই-তালিবান পাকিস্তান নামক এই জঙ্গি সংগঠনের মূল উদ্দেশ্য পাকিস্তানে তালিবানি শাসন আনা এবং আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত লাগোয়া এলাকা আফগানিস্তানের হাতে তুলে দেওয়া। এমনকী তালিবান আফগা্নে সরকার গড়ার পর পাকিস্তানকে হুঁশিয়ারিও দিয়েছিল যে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের হাতে তুলে দিয়ে চায় তাঁরা।