দুবাই উচ্চতল (প্রতীকী ছবি) (Photo Credut: Twitter)

দুবাই: দুবাইয়ের পূর্ব আল কুসাইসে ( Al Qusais) একটি বহুতল ভবন থেকে পড়ে পাঁচ বছরের এক ভারতীয় শিশুর মৃত্যু হয়েছে। খালিজ টাইমসের ( Khaleej Times) খবরে অনুযায়ী, গত ১০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আল বুস্তান (Al Bustan) সেন্টারের কাছে ওই পরিবারের অ্যাপার্টমেন্টের নবম তলা থেকে খোলা ছোট্ট জানালা দিয়ে পড়ে যায় মেয়েটি। খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে দাপ্তরিক কাগজপত্র শেষ করার পর শিশুটির মরদেহ শেষকৃত্যের জন্য ভারতে নিয়ে আসার কথা তার পরিবারের। এক প্রতিবেশীর কথায়, খুবই ছোট জানালা এবং কোনও শিশুর পক্ষে ওই জানালা দিয়ে যাওয়া প্রায় শারীরিকভাবে অসম্ভব। তিনি বলেন, "আমি নিশ্চিত নই কীভাবে এটা ঘটল, কিন্তু এটা হৃদয়বিদারক।

সংযুক্ত আরব আমিরাতে এ নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ বছরের শিশুটির মৃত্যু হলো।গত মাসে শারজায় (Sharjah) আল তাওউন (Al Taawun) এলাকার একটি ভবনের ১৪ তলা থেকে পড়ে এশিয়ান বংশোদ্ভূত তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। গত ফেব্রুয়ারিতে শারজার কিং ফয়সাল স্ট্রিটে (King Faisal Street, Sharjah)অবস্থিত একটি আবাসিক টাওয়ারের ৩২ তলা থেকে পড়ে ১০ বছর বয়সী এক এশীয় শিশুর মৃত্যু হয়।