এক নাগাড়ে বৃষ্টি এবং বন্যার জেরে দুবাইয়ের (Dubai) পরিস্থিতি যখন দুর্বিসহ, সেই সময় ভারতীয় (Indian) নাগরিকদের প্রতি পরামর্শ জারি করল ভারতীয় দূতাবাস। খুব প্রয়োজন না হলে, যাতে কোনও ভারতীয় দুবাইতে না যান, সে বিষয়ে দেওয়া হয়েছে পরামর্শ। পাশাপাশি এই সময় দুবাই যাতে প্রত্যেক ভারতীয় নাগরিক এড়িয়ে চলেন, সে বিষয়েও দেওয়া হয়েছে পরামর্শ। সেই সঙ্গে দুবাইতে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখান থেকেও জরুরি ভিত্তিতে নম্বর শেয়ার করা হয়েছে। কোনও ভারতীয় বিপদে পড়লে, যাতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
দুবাইয়ের আবহাওয়া যখন অস্বাভাবিকহারে পালটাতে শুরু করেছে, সেই সময় বিমান চলাচলও নির্দিষ্ট মাত্রা বেধে দেওয়া হয়েছে। দুবাই আন্তর্জতিক বিমানবন্দর থেকে নির্দিষ্ট পরিমাণ বিমান ওড়ার নির্দেশ দেওয়া হয়েছে।