মস্কো, ৩০ মেঃ রাশিয়ায় পাল্টা হামলা ইউক্রেনের (Ukraine)। মঙ্গলবার সাত সকালে মস্কোয় ড্রোন হামলা। এই হামলা ইউক্রেনের তরফে করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের একাধিক বহুতল ভবন। ড্রোন হামলার জেরে বহুতলে আগুন লাগলেও কোন প্রাণনাশ হয়নি। এদিন রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মঙ্গলবার ভোরে শহরের উপর একটি ড্রোন হামলা চলে। যার ফলে বেশ কয়েকটি বহুতল ভবনের সামান্য ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সমস্ত রকম জরুরি পরিষেবা। হামলায় এখনও অবধি কেউ গুরুতর আহত হননি।
রুশ মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন মস্কোতে ১০টি ড্রোন হামলা চালায়। যাদের মধ্যে ৪টিকে সঙ্গে সঙ্গে গুলি করে আকাশ থেকে নামিয়েছে রুশ বাহিনী।
মস্কোয় ড্রন হামলা...
BREAKING: Drones attack Moscow, causing damage at multiple locations pic.twitter.com/MUE1Z7EmlD
— BNO News (@BNONews) May 30, 2023
শনিবার রাতেই ইউক্রেনের রাজধানী কিয়েভের (Kyiv) উপর বড়সড় ড্রোন হামলা করে রাশিয়া। সেই ভয়ানক হামলায় প্রাণ গিয়েছিল একজনের। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো এই হামলা প্রসঙ্গে জানিয়েছিলেন, রাশিয়ার ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হন। এছাড়া আরও এক মহিলা আহত হয়েছেন। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, সবমিলিয়ে এদিন রাশিয়া মোট ৫৪টি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছিল।
সেই হামলার পালটা জবাব দিতেই এদিন রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলা চালায় ইউক্রেন, এমনটাই মনে করছে পুতিনের দেশ। যদিও সেই বিষয়ে এখনও কোন অফিশিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক বোঝাই দুটো ড্রোন পাঠিয়েছিল জেলেনস্কি দেশ। ক্রেমলিন ভবনের উপরে ড্রোন উড়তে দেখে গুলি করে তা নামিয়েছিল রুশ সেনা।