আপাতত থেমেছে ইজরায়েল-ইরানের যুদ্ধ (Israel-Iran Conflict)। যুদ্ধবিরতি চুক্তি মেনেছে দুই দেশ। যদিও এর কৃতিত্ব আগে থেকেই দাবি করে এসেছে আমেরিকা। ইরানের ওপর হামলার জন্য ইজরায়েলকে উস্কানি দিয়ে এমনকী শেষমেশ নিজে থেকেই হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্পই এখন দাবি করছে যে তাঁরাই নাকি যুদ্ধবিরতির প্রস্তাহ দিয়েছে। আর এই যুদ্ধবিরতি ঘোষণা হতেই কে জিতেছে, কে হেরেছে এই নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ইরানের দাবি, ইজরায়েল বা আমেরিকার হামলায় সেভাবে ক্ষতিগ্রস্থ হয়নি ফোরদো, নাতানজ ও ইসফাহানের মতো এলাকাগুলি। অন্যদিকে আমেরিকার তরফ থেকে স্যাটালাইটের ছবি সহ একাধিক প্রমাণ পেশ করা হচ্ছে।
ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা জয়শঙ্করের
এদিকে আবার শুক্রবার বিকেলে ভারতে ফোন করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। কথা বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে। এই প্রসঙ্গে এক্স হ্যাণ্ডেলে টুইট করেন জয়শঙ্কর। সেখানে তিনি জানান, বর্তমান জটিল পরিস্থিতিতে ইরানের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এরজন্য বিদেশমন্ত্রী প্রশংসা করেছে ভারত। সেই সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপদে ভারতে ফেরানোর জন্য তাঁকে ধন্যবাদ জানাই।
দেখুন বিদেশমন্ত্রীর পোস্ট
EAM Dr S Jaishankar tweets, "Spoke to FM Seyed Abbas Araghchi of Iran this afternoon. Appreciate his sharing Iran’s perspective and thinking in the current complex situation. Thanked him for facilitating the safe evacuation of Indian nationals." pic.twitter.com/AL4eLNfxD4
— ANI (@ANI) June 27, 2025
ইজরায়েল-ইরানের যুদ্ধ
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে যুদ্ধ শুরু হয় ইজরায়েল ও ভারতের মধ্যে। সেই যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় ইরানের তেহরান, ইজরায়েলের তেল আভিভের মতো এলাকাগুলি। মৃত্যু হয় অসংখ্য সাধারণ মানুষের। পরবর্তীকালে এই যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করায় পরিস্থিতি আরও ভয়াবহ হগয়ে ওঠে।