দিল্লি, ১ জুলাই: এবার কি এলন মাস্ককে (Elon Musk) মার্কিন মুলুক থেকে নির্বাসিত করা হবে? ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে মাস্কের দ্বৈরথের জেরে এবার এমন প্রশ্নই উঠে আসতে শুরু করেছে। টেসলা (Tesla CEO) সিইওর সঙ্গে বিবাদ প্রসঙ্গে তাঁকে কি আমেরিকা থেকে নির্বাসিত করা হবে, এমন প্রশ্ন করা হয় ট্রাম্পকে। যার উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি জানেন না এখনও। বিষয়টির উপর নজর রাখা হয়েছে। ট্রাম্পের এই উত্তর প্রকাশ্যে আসতেই মাস্ককে আমেরিকা থেকে বিতাড়ন প্রসঙ্গে জোর চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত ট্যাক্সের বিগ বিল নিয়ে মতভেদ প্রকাশ করেন এলন মাস্ক। টেসলা সিইও যখন বিরোধ প্রকাশ করেন ট্য়াক্সের বিগ বিল নিয়ে, সেই সময় মাস্কের বৈদ্যুতিন গাড়ির উপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হতে পারে বলে আভাস দেন ট্রাম্প। এরপরই ফের চোটে যান এলন মাস্ক। দুজনের মাঝে বাদানুবাদ শুরু হয়ে যায় জোরদার। যারপরই মার্কিন (US) ধনকুবেরকে আমেরিকা থেকে নির্বাসিত করা হবে কি না বলে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। যার উত্তর কার্যত ধোঁয়াশার আকারে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: 'Trump Fragrances': মার্কিন প্রেসিডেন্টের গায়ের গন্ধ চান? বাজারে এল 'ট্রাম্প সুগন্ধী'
শুনুন এলন মাস্কের নির্বাসন প্রসঙ্গে কী বললেন ডোনাল্ড ট্রাম্প...
WATCH: In the latest in the public fallout between President Donald Trump and billionaire Elon Musk, the president said Tuesday he would "take a look" at deporting the foreign-born businessman. READ MORE HERE: https://t.co/NSVKa2D49E pic.twitter.com/souKxq8Bj0
— FOX 35 Orlando (@fox35orlando) July 1, 2025