ওয়াশিংটন, ২২ মে: দেশে যদি দ্বিতীয়বার করোনাভাইরাসের প্রকোপ বাড়ে তাহলেও লকডাউনের পথে যাবে না মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সাংবাদিকদের সাপ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, “মার্কিন অর্থনীতিতে লকডাউনের প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ফের সমস্ত আর্থিক কর্মকাণ্ড শুরু হচ্ছে দেশে। এমতাবস্থায় যদি নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়ায় তবুও লকডাউনে যাবে না। কিছুই বন্ধ হবে না।” এই করোনার প্রকোপের মধ্যেই মিশিগানে ফোর্ডের কারখানা পরিদর্শনে যাচ্ছেন ট্রাম্প। এর জেরে যদি দেশে সংক্রমণ বাড়ে তাহলে কী পদক্ষেপ নেবে সরকার। এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতেই এহেন জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই প্রসঙ্গে তিনি বলেন, “সুস্থ অর্থনীতি সমৃদ্ধ দেশের পক্ষে স্থায়ী লকডাউন কখনওই স্ট্র্যাটেজি হতে পারে না। অন্তহীন লকডাউনের জেরে মানুষের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হবে। দেশের মানুষের স্বাস্থ্যের কথ চিন্তা করে অর্থনীতিকে সচল রাখতেই হবে।” আরও পড়ুন- PM Modi In Kolkata: কাঁটায় কাঁটায় ১১.২০ মিনিট, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে সঙ্গে নিয়ে আম্ফান বিধ্বস্ত এলাকার পরিদর্শনে প্রধানমন্ত্রী
ইতিমধ্যেই প্রেসিডেন্ট্রের বক্তব্যের কথা মাফিক মার্কিন মুলুকের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে। যদিও সেখানে মারণ ভাইরাসের প্রকোপ কমেনি। তারপরেও অর্থনীতিকে সচল করতে সবই এক এক করে খুলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা এর জেরে আগামী আসন্ন শরৎ বা শীতকালে ফের দ্বিতীয়বারের জন্য কোভিড-১৯ এর প্রকোপ বাড়তে পারে। ১.৫ মিলিয়নেরও বেশি মার্কিন নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৯০ হাজারের বেশি ছাড়িয়েছে। জুনের প্রথমেই মার্কিন মুলুকে করোনায় মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়াবে।