Donald Trump (Photo Credits: Facebook)

গত চার দিন ধরে ভারত-পাকিস্তানের (India Pakistan) মধ্যে চলতে থাকা সংঘর্ষ শনিবার সন্ধের পর থেকে কিছুটা প্রশমিত হয়েছে। সামরিক অস্থিরতা থামিয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। স্থল, জল, আকাশ কোনও পথেই সেনা ‘অ্যাকশন’ চালানো হবে না। সমস্ত রকমের সংঘর্ষ থেকে বিরত থাকবে ভারত এবং পাকিস্তান (India Pakistan Ceasefire Deal)। শনিবার বিকেলে এমনটাই জানিয়েছেন দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রি। দুই দেশের সংঘর্ষ বিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসাও করলেন তিনি।

শনিবার নিজের সমাজমাধ্যম হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখলেন, 'আমি ভারত ও পাকিস্তানের শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য অত্যন্ত গর্বিত। এই অগ্রাসন বন্ধ না হলে বহু প্রাণহানি, বহু ক্ষয়ক্ষতি হতে পারত, তারা সেটা বুঝে সংঘর্ষ বিরতির পথে হেঁটে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এই সাহসী সিদ্ধান্ত প্রশংসার যোগ্য। আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে'।

ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া সংঘর্ষ পরিস্থিতি শুরু থেকেই আলোচনার মাধ্যমে ঠাণ্ডা করার পরামর্শ দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। অবশেষ ঠাণ্ডা হয়েছে দুই দেশ। আগামী দিনে ভারত এবং পাক উভয়ের সঙ্গে বাণিজ্যিক বিষয়ে সম্পর্ক মজবুত করারও ইঙ্গিত মিলেছে ট্রাম্পের পোস্টে। কাশ্মীরের সমস্যা নিয়েও মুখ খুলেছেন তিনি। বললেন, কয়েক দশক ধরে চলা কাশ্মীরের সমস্যা মেটাতে আগ্রহী তিনি। প্রসঙ্গত, শনিবার ডোনাল্ড ট্রাম্পই প্রথম তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল থেকে ঘোষণা করেছিলেন, ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মতি জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে দুই দেশ।