![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/narendra-modi-donald-trump-in.jpg?width=380&height=214)
দিল্লি, ১৪ ফব্রুয়ারি: বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হোয়াইট হাউসে দুই বন্ধুর দেখা যেমন হয়, তেমনি বিভিন্ন বিষয়ে আলোচনাও চলে তাঁদের। সন্ত্রাসবাদ থেকে প্রতিরক্ষা, ট্রাম্প-মোদীর বৈঠকে একাধিক বিষয় উঠে আসে। মোদীর সঙ্গে সাক্ষাতের পর ভারতের প্রধানমন্ত্রীকে 'তুখোড় নেতা' বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। মোদী যেভাবে একজন সুবক্তা, বরিষ্ঠ নেতা এবং আলোচনাকারী হিসেবে তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন, তাতে আপ্লুত ট্রাম্প। নরেন্দ্র মোদীকে একজন ভাল নেতা বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ওভাল অফিসের বৈঠকে ট্রাম্প, মোদীর সঙ্গে একাধিক বিষয়ে কথা হয়। বিভিন্ন চুক্তির পাশাপাশি ভারত এবং আমেরিকা, কীভাবে নিজেদের সুসম্পর্ককে বজায় রাখতে সমর্থ হবে, সে বিষয়ে চলে কথোপকথন। মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। বলেন, নরেন্দ্র মোদী দারুণ নেতা তবে কড়া আলোচনাকারী। মোদী তাঁর চেয়েও বেশি কড়া বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প ক্ষমতায় আসার পর উচ্চ শুল্ক চাপানো নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে, সেই সময়ই মার্কিন সফরে মোদী। ফলে মোদীকে অত্যন্ত কড়া আলোচনাকারী বলে উল্লেখ করেন ট্রাম্প। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও তুলনা চলে না বলেও জানান মার্কিন নেতা।
হোয়াইট হাউসে মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। এমনকী তিনি মোদীকে 'মিস' করেছেন বলেও জানান। প্রসঙ্গেত ট্রাম্পের প্রথম শাসনকালে মোদীর সঙ্গে যে সম্পর্ক তাঁর ছিল, তিনি তা আবার ফেরাতে চান বলেও মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন।
মোদীকে দেখে কার্যত উচ্ছ্বসিত ট্রাম্প। তাঁর বন্ধুর দেখা তিনি আবার পেয়েছেন বলেও মোদীর সঙ্গে সাক্ষাতের প্রথমার্ধে জানান আমরিকার রাষ্ট্রনেতা। মোদী তাঁর খুব ভাল বন্ধ বলেও একাধিকবার ট্রাম্পকে উল্লেখ করতে শোনা যায়।