কোভিডের থেকেও মারাত্মক কোনও অসুখ ফের হানা দিতে পারে। যা কোভিডের তুলনায় প্রায় আরও বেশি ভয়ানক। এবার এমনই সতর্কতা জারি করা হল ব্রিটেনের স্বাস্থ্য দফতরের তরফে। কোভিডের চেয়ে আরও বেশি মারাত্মক ভাইরাসকে X বলে সম্মোধন করা হয় ব্রিটেনের স্বাস্থ্য দফতরের তরফে। ১৯১৮ থেকে ১৯২০ সালের মধ্যে যে মারণ স্প্যানিস ফ্লু ছড়িয়েছিল, এবার তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাইরাসকে X বলে সম্মোধন করা হয় ব্রিটেনের তরফে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই মারণ ভাইরাসকে X বলে সম্মোধন করা হয়।
করোনার জেরে যেভাবে গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ায়, X-এর থাবায় তার চর্তুগুন মৃতযু এবং ভয়াবহতা মানুষ দেখতে পারে বলেও সতর্ক করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। ২০২০ সালে ছড়ায় কোভিড ১৯। যা গোটা বিশ্ব জুড়ে ২.৫ মিলিয়ন মানুষের প্রাণ কেড়ে নেয়। এবার কি তার থেকেও বেশি ভয়ানক কোনও ভাইরাস ফের হানা দিতে চলেছে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।