বিলাওয়াল ভুট্টো জারদারি

ইসলামাবাদ: ঢাকায় (Dhaka) পাকিস্তানের (Pakistan) পরাজয় (loss) হয়েছিল রাজনৈতিকদের জন্য (Political Failure) নয় সেনাবাহিনীর ভুলেই (Military Failure)। পাকিস্তানের সদ্য প্রাক্তন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার (former Pakistan Army Gen Qamar Javed Bajwa) অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার একথাই বললেন পাকিস্তানের বর্তমান বিদেশমন্ত্রী (Foreign Minister) বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto-Zardari)।

সপ্তাহখানেক আগে পাকিস্তানের সদ্য প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছিলেন, "পূর্ব পাকিস্তান (East Pakistan) আমরা হারিয়ে ছিলাম রাজনৈতিক ভুলের কারণে। এই বিষয়ে তিনি আঙুল তুলেছিলেন তৎকালীন পাকিস্তানের ক্ষমতায় আসীন জুলফিকার আলি ভুট্টোর (Zulfikar Ali Bhutto) নিয়ন্ত্রণাধীন পিপিপি (PPP) দলের উপর।"

কিন্তু, বাজওয়ার সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে পাকিস্তানের বর্তমান বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেন, "১৯৭১ সালে ঢাকায় পরাজয় হয়েছিল সেনাবাহিনীর জন্য রাজনৈতিক ভুলের জন্য নয়।  এই বিষয়ে পিপিপি-র বর্তমান চেয়ারম্যান অতীতে তাঁদের দল পাকিস্তানের জন্য আত্ম-বলিদান দিয়েছিল তার কথাও উল্লেখ করেন। জানান, সেসময় পাকিস্তানের হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য দেশকে ঐক্যবদ্ধ করার জন্য তাঁর দাদু জুলফিকার আলি ভুট্টো কতটা সচেষ্ট ছিলেন।"

এপ্রসঙ্গে বলেন, "জুলফিকার আলি ভুট্টো যখন পাকিস্তানের দায়িত্ব নিয়েছিলেন তখন দেশের মানুষের মনোভাব কতটা ভঙ্গুর হয়ে পড়েছিল। তাঁরা সমস্ত রকম আশা হারিয়ে ফেলেছিলেন। সেই সময় আমার দাদু পাকিস্তানকে নতুন করে তৈরি করেছিলেন। দেশের মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার পাশাপাশি সেনার পরাজয়ের কারণে যুদ্ধবন্দি হয়ে থাকা ৯০০০০ হাজার সৈনিককে দেশে ফিরিয়ে এনেছিলেন। যারা ফের তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পেরেছিল। আর এটা সম্ভব হয়েছিল রাজনীতির কারণেই।"