ওয়াশিংটন, ৪ সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রে (US) ফের নতুন করে থাবা বসাতে শুরু করেছে করোনা (Corona)৷ কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের জেরে মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে৷
রিপোর্টে প্রকাশ, মার্কিন মুলুকে ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta Variant) জেরে শিশুদের (Children) আক্রান্তের খবর বেশি করে মিলছে৷ নবজাতক থেকে শুরু করে ১৭ বছর বয়সীরা মার্কিন মুলুকে ডেল্টা ভ্যারিয়েন্টে বেশি করে আক্রান্ত হচ্ছে বলে খবর৷ ফলে আমেরিকার হাসপাতালগুলিতেও রোগী ভর্তির চাপ ক্রমশ বাড়ছে৷
আরও পড়ুন: Taliban: আফগানিস্তানে যৌন কর্মীদের শেষ করে দেবে তালিবান? নয়া রিপোর্টে চাঞ্চল্য
জানা যাচ্ছে, জুনের শেষ সপ্তাহ থেকে অগাস্টের মাঝ বরাবর শিশু ও কিশোরদের করোনায় আক্রান্তের খবর বেশি করে মিলতে শুরু করেছে৷ সেই সঙ্গে বাড়ছে হাসপাতালগুলিতে চাপ৷ চলতি বছরের জুন মাসের শেষ থেকে আমেরিকা জুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ফের নতুন করে ছড়াতে শুরু করায়, আতঙ্ক বাড়তে শুরু করেছে৷