আমেরিকার ফোর্ডিসের আরকানাসাসে (Arkansas) বন্দুকবাজের হামলা। জানা যাচ্ছে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় এক মাংসবিক্রেতা বন্দুক নিয়ে এসে একটি মুদির দোকানে হামলা চালায়। এলোপাথারি গুলিতে মৃত্যু হয় তিনজনের। পাশেই কয়েকজন পুলিশ পেট্রোলিংয়ের জন্য বেরিয়েছিলেন। তাঁরাও গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে চলে আসে। খবর দেওয়া হয় থানায়। ততক্ষণে ওই বন্দুকবাজকে আটকানোর চেষ্টা করেন দুই পুলিশকর্মী। আর তাতে আহত হন তাঁরা। পরে বাহিনী এসে বন্দুকবাজকে আটকায়। ঘটনাস্থলে তিনজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে দশজন। এদের মধ্যে দুই পুলিশকর্মী ও অভিযুক্ত বন্দুকবাজও রয়েছে।
জানা যাচ্ছে, পেশায় মাংসবিক্রেতা ওই বন্দুকবাজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। ফলে কেন তিনি এই হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই হমলায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে। আহত ওই বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল আপাতত ঘিরে রেখেছে পুলিশ। কেন এই হামলা করা হয়েছিল, অভিযুক্তের সঙ্গে ওই দোকানের মালিকের কোনও শত্রুতা ছিল কিনা তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।
অন্যদিকে এই হামলায় মৃত্যু হয়েছে ওই দোকানের কর্মী এবং ক্রেতারা। ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন স্থানীয় প্রশাসন। এবং আহতদের সঙ্গে দেখাও করেছেন তিনি, এমনটাই জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীকে শাস্তি দেওয়া হবে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে।