দক্ষিণ পশ্চিম তুরস্ক ও উত্তর সিরিয়া ৭.৮ মাত্রার ভয়বাহ ভূমিকম্পের ফলে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংবাদসংস্থা এপি সূত্রে খবর, দুই দেশ থেকে এই ভূমিকম্পের কারণে মৃত্যু সংখ্যা ১,৩০০ ছাড়িয়ে গিয়েছে। শুধু তুরস্কেই ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভোররাতে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই হয় এই ভয়াবহ ভূমিকম্প। তুরস্ক, সিরিয়ার পাশাপাশি লেবানন, সাইপ্রাসের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
উদ্ধার কাজ এখনও জোরকদমে চলছে। উত্তর সিরিয়ায় যে অংশে ভূমিকম্পের সবচেয়ে বেশী প্রভাব পড়ে বাড়িঘর ভেঙে পড়েছে সেখানে শতাধিক মানুষ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। প্রাথমিক ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরের ২৬ কিলোমিটার পূর্বে ১৭.৯ কিলোমিটার গভীরে। প্রথম দফায় ভূমিকম্পটি আঘাত হানার ১১ মিনিট পর আরও একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।
দেখুন ভূমিকম্পে কীভাবে ভেঙে পড়ল বাড়ি
#Turkey#earthquake#Syria#Iraq#Turkey#Iran#earthquake#Turkey
Prayers for Turkey 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/Eh6ny5qYut
— vipin singh (@vipin_tika) February 6, 2023
দেখুন ভিডিয়ো
Dear world, today was a very sorrowful day many lives have been lost, families left their homes with tragedies. Please pray with us .#TurkeyEarthquake#syriaearthquakepic.twitter.com/87XopZgw3B
— Bana Alabed (@AlabedBana) February 6, 2023
দেখুন ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বস্ত শহরের ভিডিয়ো
🔴 BREAKİNG NEWS
The image of the final state of the buildings after the earthquake that came from the province of Hatay after the big earthquake that occurred in Turkey. :(#Turkey#earthquake#kahramanmaras#deprempic.twitter.com/W1nZ7Kijjw
— Eren ☭🇹🇷 (@Eren50855570) February 6, 2023
দেখুন ভিডিয়ো
The impact of the massive #earthquake in the streets of Gaziantep, southern Turkey.
Update- 1006 Killed & 5590 injured.#deprem #Idlib #Syria #DEPREMOLDU #TurkeyEarthquake #Turkey pic.twitter.com/n4ejuCz28l
— Chaudhary Parvez (@ChaudharyParvez) February 6, 2023
ইউএসজিএস জানায়, দ্বিতীয় দফায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। তবে তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে একাধিক অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে।