জাকার্তা, ১০ ডিসেম্বর: ইন্দোনেশিয়ার (Indonesia) জাভা দ্বীপের মাউন্ট সেমেরুর (Mount Semeru) অগ্ন্যুৎপাতের (Eruption) ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩। এখনও পর্যন্ত ১০৪ জন আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। তাদের মুখপাত্র আবদুল মুহারি বলেন, আগ্নেয়গিরির ছাইয়ের কারণে এলাকায় অন্ধকার নেমে এসেছিল। তাই বৃহস্পতিবারের উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল।
সেমেরু পাহাড়ের শিখর থেকে পশ্চিম থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ১০০ মিটার পর্যন্ত পুরু ধোঁয়ার স্তর ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরির ছাইয়ের তোড়ে বহু মানুষের বাড়ি-ঘর ভেসে গিয়েছে। প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। তাঁদের ১২০টি ক্রাণ শিবিরে রাখা হয়েছে। আরও পড়ুন: General Bipin Rawat Last Rites: ১৭ গান স্যালুটে শেষ বিদায় জানানো হবে জেনারেল বিপিন রাওয়াতকে
The death toll in the eruption of Mount Semeru in #Indonesia's Java island has increased to 43, with 104 people injured, the National Disaster Management Agency said. pic.twitter.com/PqQXpTYU57
— IANS Tweets (@ians_india) December 10, 2021
অগ্নুৎপাতের ফলে হাজার হাজার গবাদিপশু মারা গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে। বাড়ি-ঘরের সঙ্গে এলাকার কয়েকটি সেতুও ধ্বংস হয়ে গিয়েছে।