Cyclone, Representational Image (Photo Credit: Twitter)

ঢাকা, ১৩ মে: ঘূর্ণিঝড় (Cyclone) মোকা (Mocha)  ক্রমশ এগোচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের (Bangladesh)  দিকে মোকা ক্রমশ এগোচ্ছে, ফলে বন্দরগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। মোকার দাপটে তছনছ হতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, ফলে সে দেশের আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। রিপোর্টে প্রকাশ, মোকার দাপটে চট্টগ্রামের ৩টি বন্দর, কক্সবাজার, প্রিয়া, ফেনি, নোয়াখালি, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা,পটুয়াখালি, জালাকাঠি, পিরোজপুর, বরগুনা-সহ  একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মোঙ্গলা সমুদ্র বন্দরকেও মোকার জন্য সতর্ক করা হয়েছে।

শুক্রবার দুপুর থেকে মোঙ্গলা বন্দরে মোকার জন্য সতর্কতা জারি করে বাংলাদেশের আবহাওয়া দফতর।

বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, মোকা যখন সে দেশে আছড়ে পড়বে, তখন তার গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৭৪ কিলোমিটার। তবে যে অঞ্চলগুলি ঘূর্ণিঝড়ের কেন্দ্রে থাকবে, সেখানে হাওয়ার দাপট প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটটার থাকবে বলে জানা যাচ্ছে। কোথাও কোথাও প্রতি ঘণ্টায়দাওয়ার দাপট ১৬০ কিলোমিটারও থাকতে পারে বলে  আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।