Airport (Photo Credit: ANI/Twitter)

প্যারিস, ৩১ ডিসেম্বর:  চিনে (China) করোনার বাড়াবাড়ির জেরে এবার ফ্রান্সও (France) কড়া সিদ্ধান্ত নিল। চিন থেকে ফ্রান্সে প্রবেশ করতে গেলে সঙ্গে রাখতে হবে কোভিডের (COVID 19) নেগেটিভ রিপোর্ট। করোনার নেগেটিভ রিপোর্ট সঙ্গে না রাখলে চিন তেকে ফ্রান্সে প্রবেশ করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। রয়টার্সের খবর অনুযায়ী, চিন থেকে ফ্রান্সে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে কোভিড রিপোর্ট করাতে হবে। ৪৮ ঘণ্টা আগে যদি কোভিড নেগেটিভ না হয়, তাহলে কোনও যাত্রী ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে। সেই সঙ্গে কোবিডবিধি মেনে, মাস্ক পরে তবেই চিনের যাত্রীদের ফ্রান্সের বিমানে উঠতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: COVID 19 In China: করোনা নিয়ন্ত্রণের বাইরে, চিনের পরিস্থিতি নিয়ে নির্লিপ্ত জিংপিন সরকার

১ জানুয়ারি থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি জারি করা হয়েছে সে দেশের তরফে। তার মধ্যে অন্যতম চিন। সবকিছু মিলিয়ে চিনে করোনার বাড়বাড়ন্তের জেরে এবার বিশ্বের প্রায় প্রতিটি দেশের তরফে চিনের ক্ষেত্রে কড়াকড়ি বাধ্যতামূলক করা হয়েছে।