মধ্যপ্রাচ্যে বেজে গিয়েছে যুদ্ধের দামামা। ইজরায়েল ও ইরানের যুদ্ধে (Israel-Iran Conflict) হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। ক্ষয়ক্ষতির নিরিখে ইরানের অবস্থা সবথেকে খারাপ। আন্তর্জাতিক সংবাদ সূত্রে খবর, ৬দিন ধরে চলা এই যুদ্ধে এখনও পর্যন্ত ইজরায়েলের মিসাইল হাসময়া ৫৮৫ জনের মৃত্যু ও ১৩২৬ জন আহত হয়েছে। অন্যদিকে ইজরায়েলেও মৃত্যু হয়েছে সাধারণ নাগরিকের। বুধবার মুম্বইয়ে অবস্থিত ইজরায়েলের কনসোল জেনারেল কোব্বি শোশানি জানান, ইরানের হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে।
ইজরায়েলে নাগরিকরা সরকারের পাশে রয়েছে
কোব্বি শোশানির মতে, ইরানের হামলায় অবশ্যই ইজরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে লুকোছাপা করার কোনও বিষয় নেই। সেন্ট্রাল ইজরায়েল, যেখানে জনবসতির সংখ্যা সবথেকে বেশি, সেখানেই হামলা হয়েছে। তবে এই সংঘর্ষ নিয়ে ইজরায়েলের নাগরিকদের মধ্যে কোনও বিরোধিতা নেই। বরং ভারতের মতো সকলেই ইজরায়েল সরকারের পাশে রয়েছে। সবাই বোঝে যে এরজন্য একটা মূল্য দিতে হবে। কিন্তু এর সঙ্গে ইতিহাস বদলাতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য ইহুদী রাষ্ট্রের ক্ষমতা বাড়াতে হবে।
দেখুন কোব্বি শোশানির বক্তব্য
#WATCH | Mumbai, Maharashtra | On Israel-Iran conflict, Consul General of Israel to Midwest India, Kobbi Shoshani, says, "... There is no dispute within Israel, just like in India. Everybody supports the government's decision. Everybody understands there is a price for it, but we… pic.twitter.com/Bk00fYaQEb
— ANI (@ANI) June 18, 2025
ভারতকে পাশে চায় ইজরায়েল
ইজরায়েলি কূটনীতিকের মতে, গোটা মধ্যপ্রাচ্যে ইরান যে নেতিবাচক ভূমিকা পালন করছে, তা বাকি মুসলিম রাষ্ট্রও ধীরে ধীরে বুঝতে পারছে। এই দ্বন্দ্বের অংশ ভারতকে হতে হবে না। তবে তাঁরা এভাবে যেন আমাদের পাশে থাকে, এভাবে যেন সমর্থন করে, সেটাই একান্ত কাম্য।