বেলজিয়াম: শনিবার থেকে দিল্লিতে (Delhi) শুরু হচ্ছে জি ২০-এর (G20 Summit) শীর্ষ পর্যায়ের বৈঠক। সেই উপলক্ষে সেজে উঠেছে গোটা শহর। এর মাঝেই ইউরোপের (Europe) বেলজিয়ামে (Belgium) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জি ২০ নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Congress MP Rahul Gandhi)।
এপ্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি জি ২০ গুরুত্বপূর্ণ আলোচনার (important conversation) একটি মঞ্চ। এটা ভারত (India) আয়োজিত করছে তাও খুব ভালো খবর। অবশ্যই, ভারতে এমন কিছু সমস্যা আছে যা আমরা উত্থাপন করছি কিন্তু ফ্রেমিং - যে তারা তাদের বিনামূল্যে পাস দিচ্ছে। ঠিক পথে দেওয়া হচ্ছে না।' আরও পড়ুন: G20 Summit: জি ২০ সম্মেলনের আগে আক্রান্ত কোভিডে, ভারতে আসছেন না স্পেনের প্রেসিডেন্ট
দেখুন ভিডিয়ো:
#WATCH | Belgium, Europe | Congress MP Rahul Gandhi says, "I think the G 20 is an important conversation. It is a good thing that India is hosting it. Of course, there are issues in India that we raise but the framing - that are they giving them a free pass - is not exactly… pic.twitter.com/KRxLHuQAQh
— ANI (@ANI) September 8, 2023