Jobs In India Photo Credit: File Image

মন না চাইলে কাজ করবেন না। ছুটি নিন। মন খারাপ করে কাজ করতে হবে না। তার জন্য ১০ দিন অতিরিক্ত ছুটি মিলবে কোম্পানির তরফে। এবার চিনের (China)  এক কোম্পানির তরফে এমন ঘোষণাই করা হল। যেখানে চিনের হেনান প্রদেশের ওই কোম্পানি ১০ দিনের 'আনহ্যাপি লিভ' শুরু করেছে। প্যাংডন লাই নামে চিনের হেনান প্রদেশের একটি কোম্পানির সিইও জানান, সংশ্লিষ্ট সংস্থায় কর্মরত কোনও কর্মী বা কর্মীদের মন খারাপ হলে, তাঁরা বিবেচনা করে নির্দিষ্ট ছুটির সঙ্গে আরও ১০ দিন অতিরিক্ত ছুটি নিতে পারবেন।

প্যাংডন লাই নামে এই কোম্পানির সিইও আরও জানান, তাঁর সংস্থায় কর্মরত প্রত্যেকে যাতে হাসিখুশি থাকেন, তার ব্যবস্থা করতে গিয়েই এই পরিকল্পনা মাথায় আসে। প্রত্যেকের অখুশি থাকার স্বাধীনতা রয়েছে।  কেই যদি অখুশি থাকেন, তাহলে সেইদিন তাঁর কাজে আসার প্রযোজন নেই বলে সংশ্লিষ্ট সংস্থার প্রধান জানান।

যদি কোম্পানির ম্যানেজমেন্টের তরফে কর্মীর ১০ দিনের 'আনহ্যাপি লিভ' দিতে অস্বীকার করা হয়, তাহলে তা 'অপরাধ' হিসেবে গণ্য হবে বলেও সংস্থার প্রধান স্পষ্ট জানিয়ে দেন।