Christopher Columbus Statue Beheaded: কলম্বাসের মূর্তি ভেঙে লেকে ফেলা হল অ্যামেরিকায়
কলম্বাসের মূর্তি ভেঙে লেকে ফেলা হল (Photo: Twitter)

ভার্জিনিয়া, ১০ জুন: অ্যামেরিকায় বর্ণবাদ বিরোধী বিক্ষোভে নামা আন্দোলনকারীরা ক্রিস্টোফার কলম্বাসের (Christopher Columbus) একটি মূর্তি ( Statue) ভেঙে লেকের জলে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) রাতে ভার্জিনিয়ার একটি পার্কে এই ঘটনা ঘটে। ওই পার্কে এক হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিল। পরে তারা কলম্বাসের মূর্তিটি দড়ি দিয়ে টান দিয়ে ভেঙে ফেলে ও লেকের জলে ফেলে দেয়।

কয়েকজন বিক্ষোভকারী বলেন, “আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে। আমারা যারা এই জমির আদিবাসী তাদের সঙ্গে নিয়েই শুরু করতে হবে।” আরও পড়ুন: India-China Border Dispute: সীমান্ত সমস্যা নিয়ে চিন-ভারত ইতিবাচক ঐক্যমত্যে পৌঁছেছে: বেইজিং

অ্যামেরিকার স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, বিক্ষোভকারীরা মূর্তিটিকে ঘিরে ফেলে। এদের মধ্যে একজন মূর্তির শরীরে লিখে দেয়: “কলম্বাস গণহত্যা উপস্থাপন করে।” এরপর বিক্ষোভকারীরা একটি দড়ি দিয়ে ২০০ ফুট মূর্তিটি টেনে এনে বাইয়ার্ড পার্কে লেকে ফেলে দেয়। মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে এই দাস ব্যবসায়ীদের মূর্তি প্রতিবাদকারীদের টার্গেটে পরিণত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি