মাঝ আকাশ থেকে নিখোঁজ হল একটি যাত্রীবাহী কপ্টার। সোমবার সকালে ইন্দোনেশিয়ার (Indonesia) জাকার্তার একটি পাহাড়ি এলাকার ওপর দিয়ে যাচ্ছিল, সেই সময় আচমকাই যান্ত্রিক গোলোযোগের মধ্যে পড়ে চপারটি। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না চপারের। ঘটনাস্থলে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি চপারের ধ্বংসাবশেষের। বুধবার সকালে দক্ষিণ কালিমন্টানের তানাহ বুম্বু জেলার মেন্তেউয়ে মান্দিন দামার জলপ্রপাতের কাছে ঘটনাটি ঘটেছে।
সোমবার থেকে নিখোঁজ চপার
ইন্দোনেশিয়া সংবাদমাধ্যম সূত্রে খবর, কপ্টারে মোট ৮ জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে একজন ভারতীয় ছিলেন। একজন পাইলট থাকলেও বাকিরা ছিলেন পর্যটক। সোমবার সকাল ৮টা ৫৪ নাগাদ চপারটি মান্দিন দামার জলপ্রপাতের কাছে উড়ছিল, সেই সময়ই কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। তারপর ক্রমশ নামতে শুরু করে চপারটি। তারপর থেকে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি কপ্টারের।
নিখোঁজ ভারতীয়র পরিচয় জানা গিয়েছে
এস্টিনডো এয়ার বিকে ১১৭ ডি৩ কপ্টারটিতে থাকা যাত্রীদের মৃত্যুর আশঙ্কা করছে তদন্তকারীরা। পুলিশসূত্রে খবর, নিখোঁজ ভারতীয়র নাম শান্তা কুমার। সম্প্রতি তিনি ইন্দোনেশিয়ায় ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন। ওই পাহাড়ি এলাকায় নামানো হয়েছে সার্চ ও রেসকিউ টিমকে। তাঁরাই পর্যটকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।