Chinese Tanks Roll Out To Scare Henan Bank Protestors: ব্যাঙ্কের সঞ্চয় কেড়ে বিক্ষুব্ধ গ্রাহকদের ট্যাঙ্কে পিষে মারার চেষ্টা চিনে, ভাইরাল ভিডিও

শেংজো, ২১ জুলাই: হেনান ব্যাঙ্কের বিক্ষোভকারীদের ভয় দেখানোর জন্য বুধবার চিনের কমিউনিস্ট পার্টির ট্যাঙ্ক (Chinese Tanks Roll Out To Scare Henan Bank Protestors) রাস্তায় নেমে আসে। ব্যাঙ্কে জনসাধারণের সঞ্চিত অর্থ বিনিয়োগ হিসেবে ঘোষণা করেছে চিনের সরকার। এই টাকা গ্রাহক আর ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন না। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই ব্যাঙ্ক অফ চায়নার হেনান শাখায় গ্রাহক  বিক্ষোভ শুরু হয়ে গেছে।

দেখুন ভিডিও

বিক্ষোভকারীরা যেখানে দাঁড়িয়ে আছেন, তার পাশেই ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে সরকারের লোকজন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এমনকী, হেনানের বাসিন্দাদের টাকা ফেরাতেও গড়িমসি চলছে। সবমিলিয়ে বিক্ষোভ চরমে।