Chinese Nuclear Submarine (Photo Credit: X)

বেজিং, ২৭ সেপ্টেম্বর: এবার চিন (China)  নিয়ে বড় খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। চলতি বছরের শরুতে ডুবে যায় পরমাণু শক্তি চালিত চিনের বৃহৎ জাহাজ। পারমাণবিক অস্ত্রে (Chinese Nuclear Submarine) সজ্জিত চিনের সেই ডুবো জাহাজ ডোবার খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় তোলপাড়। মার্কিন নৌসেনার আধিকারিকের তরফে ওই খবর প্রকাশ্যে আসে। যা নিয়ে বর্তমানে চিনকে বিব্রত হতে হচ্ছে বলে খবর। মে থেকে জুন মাসের মধ্যে চিনের ওই পরমাণু অস্ত্রে সজ্জিত ডুবো জাহাজ মাঝ সমুদ্রে তলিয়ে যায় বলে খবর।

মার্কিন নৌসেনা আধিকারিকের তরফে ওই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে মুখ খোলে ওয়াশিংটনে থাকা চিনের দূতাবাস। তাঁরা এ বিষয়ে কোনও খবর দিতে পারবেন না বলে স্পষ্ট জানানো চিনের দূতাবাসের তরফে। তবে কী কারণে বেজিংয়ের ওই পারমাণবিক রণতরী ডুবে যায়, সে বিষয়ে জিন পিং সরকারের তরফে নির্দিষ্টভাবে কোনও তথ্য মেলেনি।

তবে সময় মত জ্বালানির যোগান দেওয়া যায়নি বলেই কি পরমাণু অস্ত্রে সজ্জিত চিনের ওই বিশালাকার রণতরী ডুবে যায়, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক বিশ্বে।