
নয়াদিল্লিঃ ভারত পাকিস্তান উত্তেজনার (India Pakistan Tension) আবহে বারে বারে প্রশ্নের মুখে চিনের (China) ভূমিকা। এবার সে আবহেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে (NSA Ajit Doval) ফোন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর। ডোভালের সঙ্গে কী কথা হল? তা নিয়ে বিবৃতি প্রকাশ করল চিনের বিদেশমন্ত্রক। সেই বিবৃতিতে জানানো হয়েছে, "অজিত ডোভাল জানিয়েছেন পহেলগাঁও জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু হয়েছে, আর তার জন্যই সন্ত্রাসবাদকে ধ্বংস করতে উদ্যোগী হতে বাধ্য হয় ভারত। আগে ভারত যুদ্ধ বেছে নেয়নি। যুদ্ধ কোনও দেশের জন্যই ভাল নয়। ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতি টিকিয়ে রেখে একে অপরের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।"
ডোভালের সঙ্গে কী কথা হল চিনের বিদেশমন্ত্রীর?
ভারতের যুদ্ধ না চাওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেন চিনা মন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, "ভারত যুদ্ধ চায় না একথা খুবই ভাল। তাহলে আলোচনার মাধ্যমে মতভেদ মিটিয়ে নিন। আর সংঘাতে জড়াবেন না।" শুধু তাই নয় চিনের বিদেশমন্ত্রকের ওই বিবৃতিতে আরও বলা হয়, "পহেলগাঁও জঙ্গি হানার তীব্র নিন্দা করে চিন। এই ধরনের সন্ত্রাসকে সমর্থন করে না চিন। ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ। একে অপরের থেকে দূরে সরানো সম্ভব না তাদের। আবার এই দুই দেশ চিনেরও প্রতিবেশী। আন্তর্জাতিক মহলের পরিস্থিতি এখন জটিল হলেও দ্রুত জট কাটুক শান্তি ফিরুক সর্বত্র।"
দুই দেশের সংঘাতের মাঝে ডোভালকে ফোনে বার্তা চিনের বিদেশমন্ত্রীর
STORY | Chinese Foreign Minister Wang speaks to NSA Doval, calls for lasting ceasefire with Pak
READ: https://t.co/OjWu47GG5L pic.twitter.com/WeiFx6aA5k
— Press Trust of India (@PTI_News) May 11, 2025