পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে রবিবার চীনা প্রকৌশলীদের একটি কনভয়ে সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাক সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। এ ছাড়া গোয়াদারের ফকির ব্রিজে চীনের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত প্রকৌশলীদের একটি কনভয় হামলার শিকার হলে দুই পাকিস্তানি নিরাপত্তাকর্মী আহত হন। সূত্রের খবর, অন্য জঙ্গিরা আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দ্য বেলুচিস্তান পোস্টের খবরে বলা হয়, বন্দর শহর গোয়াদার জুড়ে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। সেখানে সব রাস্তা চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্তৃপক্ষ গোয়াদারে চীনা প্রকৌশলীদের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে চীনা প্রকৌশলীদের কনভয়ে হামলা চালানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তীব্র বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। Canada Temple Attack: কানাডায় হিন্দু মন্দিরে ভাঙচুর, আপত্তিকর পোস্টার সারের লক্ষ্মী নারায়ণ মন্দিরে
বালোচ লিবারেশন আর্মি- মাজিদ ব্রিগেড, (আত্মঘাতী স্কোয়াড), আজকের হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের চীনা কনস্যুলেটগুলো বালুচিস্তান ও সিন্ধুর নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসভবনে থাকার নির্দেশ দিয়েছে। গত বছরের মে মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের চীন নির্মিত কনফুসিয়াস ইনস্টিটিউটের কর্মীদের বহনকারী একটি মিনিবাসে এক বোরখা পরিহিত বেলুচ নারী আত্মঘাতী হামলাকারীর হামলায় তিন চীনা নাগরিক (টিউটর)সহ চারজন নিহত হন। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে, যা গত বছর পাকিস্তানে কর্মরত চীনের নাগরিকদের বিরুদ্ধে প্রথম বড় ধরনের হামলা।