বেজিং, ১৬ জুন: প্রতি বছর তিন মাস অন্তর দেশের জন্ম, বিবাহ, মৃত্যু সহ নানা তথ্য জানায় চিনের জনসাধারণ বিষয়ক মন্ত্রক। কিন্তু এবার বাকি সব তথ্য দিলেও দেশের কতজন মানুষকে শেষকৃত্য় করা হয়েছে তা জানাল না চিন সরকার। করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে কার্যত লুকোচুরি খেলা চিনকে ধরা যায় এই শেষকৃত্যের হিসেব দেখেই।
চিনে যে বহু মানুষের মৃত্যু কোভিড হয়েছে তা তাদের সরকার স্বীকার না করলেও এই শেষকৃত্যর তথ্য কার্যত সবটা ফাঁস করে দেয়। কিন্তু এবার সেই তথ্যই প্রকাশ করল না বেজিং।
দেখুন টুইট
#China has dropped the number of cremations held last winter from a quarterly report, withholding a key indicator of the pandemic death toll during the country's largest #Covid wave, the media reported.
Officially, China put the total death toll from mid December to early… pic.twitter.com/G7JI3IQlAZ
— IANS (@ians_india) June 16, 2023
অনেকেই বলছেন, এই তথ্য সামনে এলেই প্রমাণ হয়ে যেত গত শীতে চিনে কত মানুষ করোনায় মারা গিয়েছেন। ক মাস আগে যখন চিনে নতুন করে কোভিড ভয়ানক আকারে ফিরেছিল অনেকেই আশঙ্কা করেছিলেন ড্রাগনের দেশে মৃত্য়ু মিছিল চলছে। সেটা সত্যিও হয়েছিল, স্যাটেলাইট চিত্রে চিনের শেষকৃত্য করার জায়গাগুলিতে মানুষের ভিড় দেখে।