ভয়াবহ ভূমিকম্পে (Earthquake)কেঁপে উঠল চিন (China)। জোরাল মাত্রার ভূমিকম্পের জেরে চিনের গানসু প্রদেশে কার্যত আতঙ্ক ছড়িয়েছে। গানসু প্রদেশে যে ভয়াবহ ভূমিকম্প হয়, তার জেরে এখনও পর্যন্ত ১১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম ২৩০। চিনের গানসু-কিংঘাই সীমান্ত মঙ্গলবার ভয়াবহ কম্পনে কেঁপে ওঠে। রিখটার স্কেলে যে কম্পনের মাত্রা ছিল ৬.২। তার জেরেই একের পর এক যেমন মৃত্যুর খবর আসতে শুরু করে, তেমনি আহত হন শতাধিক।। বিধ্বংসী ভূমিকম্পের জেরে যত মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১০০ নিহত গানসু প্রদেশেই।
চিনের বিধ্বংসী ভূমিকম্পের পরপরই সতর্কতা জারি করা হয়। চিনের প্রেসিডেন্ট শি জিংপিন জরুরি পদক্ষেপ করার নির্দেশ দেন। যে কোনও পরিস্থিতিতে যাতে দুর্গতদের কাছে উদ্ধারকারী দল পৌঁছে যায়, সেই নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট।
আরও পড়ুন: China : চিনে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৯৫, রিখটার স্কেলে তীব্রতার পরিমান ৬.২
রিপোর্টে প্রকাশ, মঙ্গলবারের বিধ্বংসী ভূমিকম্পের জেরে যেমন গানসু এবং কিংঘাই প্রদেশের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে, তেমনি জল পাচ্ছন না সেখানকার সাধারণ মানুষও। সেই সঙ্গে গানসু এবং কিংঘাই প্রদেশের যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে বলে খবর।
এদিকে চিনের ভয়াবহ ভূমিকম্পের পর ৯বার আফটার শক দেখা দেয়। যার জেরে সেখানকার মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।