Representational Image (Photo Credits: File Image)

দিল্লি, ১৯ অক্টোবর:  লস্কর-ই-তইবা (LeT) নেতা শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করা হোক। ভারত এবং আমেরিকার এই দাবিকে কার্যত নস্যাৎ করল চিন। লস্কর-ই-তইবা প্রধান শাহিদ মাহমুদকে এই মুহূর্তে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে এই মুহূর্তে ঘোষণার পক্ষপাতী নয় চিন (China)।  এমনই জানিয়ে দেওয়া হল বেজিংয়ের তরফে। এই নিয়ে চতুর্থবার যখন পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবাকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে নিজেদের সিদ্ধান্ত স্থগিত রাখল বেজিং।

প্রসঙ্গত ২০১৬ সালে আমেরিকার (America)  ট্রেজারি সংস্থার তরফে লস্কর জঙ্গি মাহমুদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেওয়া হয়। এরপর ভারতের তরফেও রাষ্ট্রসংঘরে কাউন্সিলে লস্করের শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।  আর এখানেই আপত্তি জানায় বেজিং।

ভারত এবং আমেরিকার দাবিকে নস্যাৎ করে লস্কর নেতাকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিতে নারাজ বলে জানিয়ে দিল বেজিং।