স্যান্টিইগো (চিলি): মধ্য চিলির (Central Chile) মৌলে (Maule) এলাকায় দাবানলের (Massive forest fire) ফলে পুড়ে গেল জঙ্গল-সহ কমপক্ষে ৩৬০০ হেক্টর জমি (hectares)। এর ফলে অনেক বন্যপ্রাণীর মৃত্যু হওয়ার পাশাপশি একাধিক বাড়ি ভস্মীভূত হয়েছে। সরকারের তরফে সবরকম চেষ্টা চালানো হলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।
আইএনএএস সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, গত সোমবার চিলির রাজধানী স্যান্টিইগো (Santiango) থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মোলিনা (Molina) ও রিও কালরো (Rio Claro) এলাকায় প্রথম দাবানল লাগে। পরে তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। খুব আস্তে আস্তে হলেও আগুন গ্রাস করে নেয় প্রচুর বন্যপ্রাণীর প্রাণ। ভস্মীভূত হয় বেশ কয়েকটি বাড়ি।
খবর পাওয়ার পরেই চিলির সেনাবাহিনী (Military), বেসরকারি সংগঠন ও বিভিন্ন সরকারি সংস্থা এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঝাঁপিয়ে পড়ে। তবে আকাশ কালো ধোঁয়ায় ভরে যাওয়ায় উপর থেকে আগুন নিয়ন্ত্রণ করতে সমস্যার মুখোমুখি হতে হয় তাদের।
#Santiago: A massive forest #fire in central Chile's Maule region has ravaged at least 3,600 hectares of land, damaged several homes and is yet to be brought under control, authorities said. pic.twitter.com/79zh5fIng7
— IANS (@ians_india) November 4, 2022