নয়াদিল্লিঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্ক ঝড়ের মধ্যেই ভারত চিন সম্পর্কে নতুন মোড়। দীর্ঘ সাত বছর পরে চিনে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার চিনের তিয়ানজ়িনে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বৈঠক থেকে ভারত-চিন সম্পর্কে কী বার্তা দিলেন নমো? এদিন এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘গত বছরে কাজ়ানে ভারত এবং চিনের মধ্যে খুবই সদর্থক আলোচনা হয়েছিল, যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক পথে চালিত করেছে। সীমান্তে সেনা প্রত্যাহারের পর দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।"
চিন থেকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
শুধু তাই নয়, মোদী আরও বলেন, " এই সম্পর্কের সঙ্গে দুই দেশের ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। আমাদের সম্পর্ক সমগ্র মানবতার পথকে আরও প্রশস্ত করবে।" অন্যদিকে এই বৈঠক থেকে চিনা প্রেসিডেন্ট জিনপিং বলেন, ‘বিশ্বের সভ্য দেশগুলির মধ্যে অন্যতম হলো ভারত এবং চিন।’ সেই সঙ্গেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর জোর দেন জিনপিং।‘ড্রাগন এবং দ্য এলিফ্যান্ট’কে একসঙ্গে আসার বার্তা দেন তিনি। উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর বাড়তি শুল্ক চাপিয়েছে আমেরিকা। যদিও হোয়াইট হাউসের চোখ রাঙানিতে শুরু থেকেই মাথা নত করেনি ভারত। বন্ধ হয়নি রাশিয়া থেকে তেল আমদানি। অন্যদিকে সূত্র বলছে, রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কেনে চিন। ফলে এই আবহে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের নয়া সমীকরণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ট্রাম্পের দাদাগিরির মাঝে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মোড়, তিয়ানজ়িন থেকে কী বার্তা মোদীর?
STORY | Welfare of 2.8 bn people is linked to India-China ties: PM Modi to President Xi
India is committed to taking forward its ties with China based on mutual trust, respect and sensitivity, Prime Minister Narendra Modi told Chinese President Xi Jinping as the two leaders held… pic.twitter.com/o0mL40g2M
— Press Trust of India (@PTI_News) August 31, 2025