Pro-Khalistani (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৫ নভেম্বর: কানাডার (Canada) যাঁরা সাদা রঙের মানুষ, তাঁরা ইউরোপ (Europe) এবং ইজরায়েলে ফিরে যান। এবার এমনই স্লোগান দিল খালিস্তানপন্থীরা। কানাডার সুরে শহরে খালিস্তানপন্থীদের (Khalistani) একটি মিছিল বের হয় সম্প্রতি। যেখানে খালিস্তানপন্থীদের গান গাইতে দেখা যায়। সেই সঙ্গে তাঁরা দাবি করতে থাকে, কানাডা থেকে চলে যান সাদা মানুষরা। তারাই কানাডার প্রকৃত বাসিন্দা। তাই সাদা রঙের কানাডিয়ানদের কোনও জায়গা কানাডায় নেই বলে দাবি করে খালিস্তানপন্থীরা। এমনকী 'আমরাই কানাডার মালিক' বলেও স্লোগান দিতে শুরু করে খালিস্তানপন্থীরা। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। কানাডায় থেকে, সেখানকার বাসিন্দাদের দেশ ছাড়তে কীভাবে কেউ বলতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

প্রসঙ্গত, নিষিদ্ধ খালিস্তানিরা ভারতের বিরুদ্ধে বিষোদগার করলে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় দিল্লির তরফে। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কীভাবে কানাডায় আশ্রয় দেওয়া হয় এবং সেই সঙ্গে প্রশ্রয় মেলে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। যা কার্যত নস্যাৎ করে দেয় জাস্টিন ট্রুডোর সরকার। এবার সেই কানাডা সরকারকেই কার্যত বিপাকে ফেলছে খালিস্তানপন্থীরা।

দেখুন খালিস্তানপন্থীরা কানাডার রাস্তায় নেমে কী স্লোগান দিচ্ছে...