XI Jinping (Photo Credit: Instagram)

দিল্লি, ৩ জুলাই:  এবার ব্রিকস (BRICS) এড়িয়ে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping)। আগামী সপ্তাহে যে ব্রিকস সম্মেলন হবে, সেখানে দেখা যাবে না চিনের (China) প্রেসিডেন্টকে। শি জিনপিংয়ের জায়গায় থাকতে পারেন প্রেমিয়ার লি কিয়াং। আগামী সপ্তাহে ব্রাজ়িলে (Brazil) বসবে ব্রিকস সম্মেলন। আর সেখানেই চিনের প্রেসিডেন্টকে দেখা যাবে না বলে জানা যাচ্ছে।

রিপোর্টে প্রকাশ, ৫ জুলাই থেকে ব্রাজ়িলের রিও ডি জেনেরিওতে শুরু হবে ব্রিকস সম্মেলন। চলবে ৮ জুলাই পর্যন্ত। আর সেখানেই এবার দেখা যাবে না চিনের প্রেসিডেন্টকে। জিনপিংয়ের জায়গায় থাকছেন লি।

গত ১২ বছর ধরে চিনে ক্ষমতায় রয়েছেন জিনপিং। ১২ বছরের মধ্যে এই প্রথমবার জিনপিংকে দেখা যাচ্ছে ব্রিকস সম্মেলন এড়িয়ে যেতে। ১৭তম ব্রিকসে জিনপিং হাজির থাকছেন না। এই খবর সাংবাদিক সম্মেলনে জানান চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং।

এদিকে ব্রিকস সম্মেলনে হাজির হতে ব্রাজ়িলের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের (India) পাশাপাশি রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিন এবং ব্রাজ়িলও ব্রিকসের সদস্য। তবে এ বছর ইজিপ্ট, ইথিওপিয়া, সৌদি আরব, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহির সদস্যদেরও ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে।