PM Narendra Modi: ত্রিনিদাদ-টোবাগোর পর এবার ব্রাজিল (Brazil)। আরও একটি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। PM মোদীকে তাদের সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস' (Grand Collar of the National Order of the Southern Cross) প্রদান করল পেলে-নেইমারের দেশ। বিশ্বের ১৯তম দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দক্ষিণ আমেরিকার এই প্রথম কোনও দেশ মোদীকে সর্বোচ্চ সম্মান দিচ্ছে। প্রধানমন্ত্রী মোদী এখন ব্রাজিল সফরে গিয়েছেন। এই সফরে ভারতের প্রধানমন্ত্রী রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং ব্রাসিলিয়ায় সফর করেন।
ব্রাজিল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী
প্রায় ছয় দশকের মধ্যে এটিই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ব্রাজিলে দ্বিপাক্ষিক সফর। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনায় ভারত-ব্রাজিল কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়, যার মধ্যে ছিল বাণিজ্য, প্রতিরক্ষা, মহাকাশ, প্রযুক্তি, কৃষি এবং স্বাস্থ্য।
দেখুন ব্রাজিলের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
#WATCH | Brasilia, Brazil: President Lula confers Brazil's highest civilian honour, the ‘Grand Collar of the National Order of the Southern Cross’, on PM Narendra Modi.
Source: ANI/DD pic.twitter.com/yZT8O0w4UN
— ANI (@ANI) July 8, 2025
ক দিন আগেই ত্রিনিদাদ ও টোবাগো প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেয়
গত শুক্রবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ ত্রিনিদাদ-টোবাগোর ‘দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ প্রদান করে।
দেখুন ভিডিও
Modi receiving an award from Trinidad & Tobago.
20+ countries have given him such medals and honors!
I don’t know what he has done for those countries! Even the US President doesn’t get such recognition. Very suspicious! 😆
— S.L. Kanthan (@Kanthan2030) July 4, 2025
যে সব দেশ প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ সম্মান প্রদান করেছে
এখনও পর্যন্ত বিশ্বের মোট ১৮টি দেশ প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে-সেগুলি হল আফগানিস্তান (২০১৬ সাল),প্যালেস্টাইন (২০১৮),সংযুক্ত আরব আমিরশাহি (২০১৯), রাশিয়া (২০১৯), মলদ্বীপ (২০১৯), ভুটান (২০১৯), মার্কিন যুক্তরাষ্ট্র (২০১৯), ডোমিনিকান রিপাবলিক (২০২৩),গ্রিস (২০২৩), ইজিপ্ট (২০২৩),ফ্রান্স (২০২৩), পাপুয়া নিউ গিনি (২০২৩),নাইজেরিয়া (২০২৪), ব্রুনেই (২০২৪), তিমুর-লেস্তে (২০২৪),ঘানা (২০২৫), ত্রিনিদাদ ও টোবাগো (২০২৫)। এবার এই তালিকায় যোগ হতে চলেছে ফুটবলের দেশ ব্রাজিল।