আমেরিকা : মগজ খেকো অ্যামিবার সংক্রমণে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হল যুক্তরাষ্ট্রে। মৃত শিশুর পরিবারের দাবি, জল থেকে এই সংক্রমণে আক্রান্ত হয় তাঁদের সন্তান। মৃত ওই শিশুর নাম উড্রো বান্ডি। তার পরিবার যুক্তরাষ্ট্রের নেভাদায় বসবাস করে। মগজ খেকো অ্যামিবা (Brain-Eating Amoeba) নেগেলেরিয়া ফাউলেরি (Naegleria Fowleri) নামে পরিচিত।
শিশু বান্ডির মা ব্রায়ানা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তার শিশু এই রোগে আক্রান হয়ে অনেক কষ্ট পেয়েছে, বেঁচে থাকার জন্য ৭ লড়াই করেছে, কিন্তু শেষ রক্ষা হল না।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে গত বুধবার (১৯ জুলাই) মারা যায়।
সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করার সময় ব্রায়ানা জানিয়েছিলেন, তাঁর সন্তানের ফ্লুর মতো লক্ষণ দেখা দেয়। তাঁরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মেনিনজাইটিস বলে মনে করেন, পরে দেখা যায় এটি মস্তিষ্ক খেকো অ্যামিবা।
উল্লেখ্য, মস্তিষ্ক খেকো এই অ্যামিবা চলতি বছরের শুরুতে ব্যাপক উদ্বেগের কারণ হয়েছিল, এই অ্যামিবা দ্বারা আক্রান্ত হয়ে যে কোনও ব্যক্তি ৩ বছর বেঁচে থাকতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যামিবাতে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।