Switzerland: নিখোঁজ হয়েছিলেন ৩২ বছর আগে, হিমবাহে পাওয়া গেল সেই ব্যক্তির মৃতদেহ

বার্লিন, ৩১ অগাস্ট: নিখোঁজ হওয়ার ৩২ বছর পর এক ব্যক্তির মৃতদেহ মিলল সুইজারল্যান্ডের (Switzerland) জারম্যাটের কাছে একটি হিমবাহে (Glacier)। ১৯৯০ সাল থেকে নিখোঁজ ছিলেন জার্মানির (Germany) ওই ব্যক্তি। জুলাই মাসের শেষদিকে পর্বতারোহীরা স্টকজি হিমবাহে(Stockji Glacier) ব্যাডেন-উর্টেমবার্গ রাজ্য থেকে লোকটির মৃতদেহ এবং সরঞ্জাম আবিষ্কার করেছিল।

পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার পর দেখা গিয়েছে যে ওই ব্যক্তি জার্মানির নুরটিংজেন শহর থেকে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার সময় তাঁর বয়স ছিল ২৭ বছর। ১৯৯০ সালের অগাস্টে ওই ব্যক্তি ফ্রান্সের চমোনিক্স থেকে ইতালির ডোমোডোসোলা পর্যন্ত ভ্যালাইস আল্পসে পর্বত সফরে ছিলেন।

গন্তব্য না পৌঁছনোর কারণে তাঁর খোঁজ শুরু হয়। অনেক খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে সেই সময় মনে করেছিল জার্মান পুলিশ।