দিল্লি, ২৬ অগাস্ট: ভারতীয় দূতাবাসে কর্মরত দুই কূটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশ (Bnagladesh) সরকার। দিল্লির (Delhi) ভারতীয় দূতাবাসে কর্মরত শাবান মাহমুদকে বরখাস্ত করে বংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সরকার। দিল্লির পাশাপাশি কলকাতায় যে বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেখান থেকে রঞ্জন সেন নামে এক কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে। কী কারণে দিল্লি এবং কলকাতায় থাকা দূতাবাসে কর্মরত ২ কূটনীতিককে বরখাস্ত করা হল, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি।
রিপোর্টে প্রকাশ, কলকাতায় (Kolkata) যে বাংলাদেশি দূতাবাস রয়েছে, সেখানে কর্মরত রঞ্জন সেনের মেয়াদ শেষের কথা ছিল ২০২৬ সালে। নির্দিষ্ট সময়ের আগে কেন রঞ্জন সেনকে কেন অব্যাহতি দেওয়া হল, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। রঞ্জন সেন যাতে শিগগিরই ঢাকায় ফেরেন, সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশ।
প্রসঙ্গত শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশ ছাড়ার পর সেখানকার ভারতীয় দূতাবাসে থাকা যে কর্মীদের হাতে কোনও কাজ ছিল না, তাঁদের দেশে ফেরানো হয়। হাসিনা ইস্যুতে টানাপোড়েনের মাঝে ঢাকায় কর্মরত বেশ কয়েকজন ভারতীয় কর্মীকে দেশে ফেরানোর পর এবার দিল্লি, কলকাতায় কর্মরত বাংলাদেশের দূতাবাসের ২ কর্মীকে কেন বরখাস্ত করা হল, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছাড়ার পর সেখানে ক্ষমতা গ্রহণ করেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। ফলে বাংলাদেশে আপাতত দায়িত্বপ্রাপ্ত সরকারের ভূমিকা পালন করছেন ইউনুস। ক্ষমতায় বসেই বন্যা ইস্যুতে যেমন ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে ইউনুস সরকার, তেমনি এবার ভারতে কর্মরত তাঁদের দুই কূটনীতিককে বরখাস্ত করা হয় বলে খবর মেলে।