প্রতীক ছবি (Photo Credit ANI)

ইসলামাবাদ: পাকিস্তানের (Pakistan) পরমাণু কেন্দ্র (Nuclear Facility) ডেরা গাজি খানের (Dera Ghazi Khan) কাছে বিস্ফোরণ (Blast) হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় শহরের কমিশনার (City Commissioner) দাবি করেছেন, আচমকা একটি সোনিক বুম ফাইটার জেটের বিস্ফোরণের (Fighter Jet Generated Explosion) যেমন আওয়াজ তেমনি আওয়াজ পাওয়া যায়। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, আওয়াজের (explosion) পাশাপাশি কম্পনের তীব্রতা এত ছিল যে কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকা পর্যন্ত অবস্থিত বাড়িঘরের জানলা ও দেওয়াল ভেঙে গেছে।

পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমে, ডেরা গাজি খানের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের খবর প্রকাশ পেতেই পাকিস্তানি সেনাবাহিনীর (Pak Army) তরফে ওই এলাকার ইন্টারনেট (internet) পরিষেবা বন্ধ (closed) করে দেওয়া হয়েছে ও সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে সেন্সর (censored) করা হয়েছে। পরে সম্ভবত সেনার চাপে পাকিস্তানের সংবাদমাধ্যমে এই ঘটনাকে একটি যুদ্ধবিমানের (fighter jet) সাউন্ড বেরিয়ার (sound barrier) ভাঙার সঙ্গে যুক্ত করেছে। কেউ আবার এই ঘটনাকে শাহিন-থ্রি ক্ষেপণাস্ত্রের (Shaheen-III missile) ব্যর্থ পরীক্ষা ঘটনা বলে দাবি করেছে তো কেউ ড্রোন হামলার (drone attack) কথা বলেছে। অনেকে আবার ঘটনাটিকে সফ্টওয়্যার আপডেটের (software update) বিষয় বলে উল্লেখ করেছে। আরও পড়ুন: Ukraine-Russia War: ফের হামলা রাশিয়া, রুশ ক্ষেপনাস্ত্রের আঘাতে ইউক্রেনে মৃত্যু ৫১ জনের