বিগত বেশ কয়েকবছর ধরে পাকিস্তানকে যতটা পেরেছে উপেক্ষা করত আমেরিকা। কিন্তু দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার পর এই পাকিস্তানকে কোলে বসিয়ে রাখছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রেসিডেন্টের ওভাল অফিসে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রাক্তন সেনা প্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। ভারতে এই নিয়ে বিতর্কও শুরু হয়েছে। এই আবহে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) মার্কিন প্রেসিডেন্টকে ‘ট্রাম্প চাচা’ বলে সম্মোধন করলেন।
কটাক্ষ দিলীপ ঘোষের
দিলীপ বলেন, “এখন পাকিস্তানের যা অবস্থা, তাতে তাঁদের পাশে আর কেউ নেই। শুধুমাত্র এক আমেরিকা ছাড়া। তাঁরাই এখন পাকিস্তানের প্রতি ভালোবাসা দেথাচ্ছে। আর পাকিস্তানও ভারতকে চাপে রাখতে ‘ট্রাম্প চাচা’ সঙ্গে হাত মেলাচ্ছে। এদিকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট খারাপ। সেখানকার নাগরিকরা খেতে পাচ্ছেন না, জল পাচ্ছেন না। এইসব নিয়ে তাঁরা বিন্দুমাত্র চিন্তিত নন”।
দেখুন দিলীপ ঘোষের মন্তব্য
#WATCH | West Medinipur, West Bengal | On Pakistan PM Shehbaz Sharif's UNGA speech, BJP leader Dilip Ghosh says, "Nobody stands with Pakistan apart from Trump who wants to keep India under pressure through it... Shehbaz Sharif only wants to spread agenda against India..." pic.twitter.com/kZD1W2Eq4H
— ANI (@ANI) September 28, 2025
রাষ্ট্রসংঘে শাহবাজের দাবি খারিজ ভারতীয় রাষ্ট্রদূতের
সম্প্রতি রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একাধিক মিথ্যা দাবি করেন। তাঁর দাবি, ভারত-পাকিস্তান যুদ্ধে জিতেছে তাঁরাই। সেই কারণে তাঁরা শান্তি বজায় রাখার পক্ষে সওয়াল করেছিলেন। যদিও এই অমূলক দাবির কোনও যুক্তিসঙ্গত প্রমাণ দিতে পারেননি শাহবাজ। অন্যদিকে ভারতীয় রাষ্ট্রদূত পেটাল গেহলট এর সপাটে জবাব দিয়েছেন। তাঁর মতে, যদি পাকিস্তান এই যুদ্ধে জিতেই থাকে, তাহলে এর সপক্ষে কোনও প্রমাণ কেন দিতে পারেনি। এদিকে ভারতে অপারেশন সিঁদুরের পরেই একাধিক স্যাটেলাইট ইমেজ প্রকাশিত করেছে। যেখানে বিমানঘাঁটির ধ্বংসের প্রমাণ ছিল।