
নয়াদিল্লিঃ এবার বিশ্বমঞ্চে পাকিস্তানের (Pakistan) পর্দাফাঁস করতে ডেনমার্কের কোপেনহেগেন থেকে লন্ডনে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ। এই দলের অন্যতম সদস্য বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। আর এবার বিশ্বমঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন শমীক। এদিন ভারত-পাক সংঘাত নিয়ে শমীক বলেন, "আমরা ইউরোপের সমস্ত দেশকে একটাই বার্তা দিতে চাই,ভারতে যা ঘটেছে তা কিন্তু যেকোনও দিন অন্য জায়গায় ঘটতে পারে। যা হয়েছে তা সমগ্র পৃথিবীর কাছে আতঙ্কের।"
বিশ্ব দরবারে পাকিস্তানের বিরুদ্ধে সরব বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
শুধু তাই নয়, বিজেপি নেতা আরও বলেন, "আমরা গোটা বিশ্বে ঘুরছি হাতজোড় করে কারও কাছে সাহায্য চাওয়ার জন্য নয়। আমাদের উদ্দেশ্য একটাই, সকলকে সতর্ক করা। সন্ত্রাসবাদকে বিনাশ করতেই হবে। তাই একসঙ্গে লড়াই করতে হবে।" পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়ে শমীক বলেন, "আপনার বুকে যদি কেউ একে-৪৭ ধরে তবে আপনি কী বলবেন হরে কৃষ্ণ। আপনারা ইসকনের লোক হবেন? ইসকনের এক সন্ন্যাসীকেও কিন্তু জ্বেলে ঢোকানো হয়েছে। তাঁকে খাবার দিতে গিয়ে জেলে ঢুকতে হয়েছে আর এক জনকে। আমি মনে করি সন্ত্রাস গোটা বিশ্বের সমস্যা। তবে ভারত সন্ত্রাসবাদকে আর কোনওভাবেই সহ্য করবে না।"
বিশ্বমঞ্চে পাকিস্তানের পর্দাফাঁস করলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য
#WATCH | London, UK | BJP MP Samik Bhattacharya says, "....Do you ever feel pain in your heart while singing Punjab Sindh Gujarat Maratha Dravida Utkala Banga - we don't have half of Punjab, half of Bengal, and the entire Sindh. Someone here said that Pakistan is ours, yes, it is… pic.twitter.com/nrxf1I2Esl
— ANI (@ANI) June 1, 2025