Representational Image Credit: Pixabay

দিল্লি, ২৮ অগাস্ট: এবার থেকে বন্ধ করে দেওয়া হল মোবাইল ফোন। স্কুল বা ক্লাসরুমে এবার থেকে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। ছোট থেকে কিশোর, ছেলে থেকে মেয়ে কেউ আর স্কুলে বা ক্লাসরুমের ভিতরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। মোবাইলের (Mobile Phone) পাশাপাশি কোনও ধরনের স্মার্ট ডিভাইসও ক্লাসের ভিতরে ব্যবহার করা যাবে না। এমনই নির্দেশ জারি করা হল দক্ষিণ কোরিয়া সরকারের তরফে।

২০২৬ সালের মার্চ মাস থেকে এই নিয়ম লাগু হবে প্রত্যেকটি স্কুলে। ২০২৬ সালের মার্চ মাস থেকে যে নতুন শিক্ষাবর্ষ চালু হবে, তখন থেকেই কার্যকর হবে এই নয়া নিয়ম। যেখানে কোনও ক্লাসের পড়ুয়ারাই নিজেদের সঙ্গে করে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার (South Korea) শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, মোবাইল ফোন এবং যে কোনও ধরনের বৈদ্যুতিন সরঞ্জাম পড়ুয়াদের পড়াশোনার উপর বিস্তর প্রভাব ফেলছে। তাই যতদূর সম্ভব বাচ্চাদের যাতে মোবাইল ফোন থেকে সরিয়ে রাখা যায়, সেই প্রচেষ্টা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকারের তরফে। আর সেই কারণেই এবার থেকে স্কুল এবং ক্লাসরুমে কোনও ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।

এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশ স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে। ফিনল্যান্ড, ফ্রান্সের মত দেশগুলিতে স্কুলে কোনওভাবে পড়ুয়ারা মোবাইল ফোন ব্যবহার করতে পারে না। এবার সেই রাস্তায় হাঁটল দক্ষিণ কোরিয়াও।