ঢাকা, ৫ অগাস্ট: অশান্ত বাংলাদেশ (Bangladesh Unrest)। অবিশ্বাস্য সব দৃশ্য পদ্মাপাড়ের দেশে। বাংলাদেশ আর হাসি না, কান্নার দেশ। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে কার্যত পিছনের দরজা দিয়ে বিশেষ কপ্টারে চড়ে ভারতে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রধানমন্ত্রী হাসিনার সরকার বিরোধী আন্দোলনে ৩০০ জনের মৃত্যুর পর এদিন গোটা বাংলাদেশ জুড়ে ছড়ায় হিংসা। হাসিনা দেশ ছাড়ার পর পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গিয়েছে। আন্দোলনকারীরা যেখানে পারছেন আগুন ধরিয়ে দিচ্ছেন। তবে সবচেয়ে বেদনার ছবি উঠে এল, যখন দেখা গেল বাংলাদেশের জাতীর জনক শেখ মুজিবুর রহমান-এর মূর্তি ভাঙছে এক আন্দোলনাকীরা।
মুজিব-এর মূর্তির ওপর উঠে এক আন্দোলনকারী হাতুড়ি ঠুকে ঠুকে ভাঙার চেষ্টা করছে আন্দোলনকারীরা। এই একটা ছবিতেই পরিষ্কার, বাংলাদেশ জুড়ে ঠিক কী রকম অরাজকতা চলছে। আরও পড়ুন-ইস্তফা দিয়েই ঢাকা ছাড়লেন শেখ হাসিনা, কপ্টার থামল আগরতলায়, পরবর্তী গন্তব্য কোথায়?
দেখুন ভিডিয়ো
Statue of Founder of #Bangladesh Sheikh Mujibur Rahman being brought down.
Bad development for India. pic.twitter.com/9fkQ3Yurv6
— Brigadier Hardeep Singh Sohi,Shaurya Chakra (R) (@Hardisohi) August 5, 2024
হাসিনা দেশ ছেড়েছেন এই খবর প্রচার হওয়ার পর রাজধানীর ধানমুন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান থান কামালের বাসভবনে হামলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের প্রধান গেট ভেঙে শয়ে শয়ে মানুষ ঢুকে পডেন। তারপর তাঁর বাড়ি ভিতর ভাঙচুর শুরু হয়। কিছুক্ষণ পরে ধোঁয়াও বের হতে দেখা যায়। ঢাকার ধানমুন্ডিতে শেখ হাসিনের দল আওয়ামী লিগের প্রধান কার্যালয়েও আগুন লাগিয়ে দেওয়া হয়।
দেখুন ভিডিয়ো
Father of the Nation of #Bangladesh, who brings freedom in the country Statue of #SheikhMujiburRahman vandalized.#Hasina #MujiburRahman #BangladeshBleeding #BangladeshViolence #Dhaka pic.twitter.com/gQsLxJ2TgO
— know the Unknown (@imurpartha) August 5, 2024
বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী হাসিনা দেশছাড়ার পরই গণভবনে ঢুকে পড়ল অসংখ্য মানুষ। তাঁর বাসভবন উত্তেজিত জনতার দখলে।