Muhammad Yunus Takes Oath.jpg (Photo Credit: Twitter)

ঢাকা, ১১ অগাস্ট: Bangladesh Situation Update:অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়ছেন, পুলিশের যে সব সদস্য এখনো কাজে যোগ দেননি, তাঁদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। এরপর যদি দেখা যায় বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন, তাহলে ধরে নেওয়া হবে তাঁরা চাকরিতে ইচ্ছুক নন। আর তাহলেই তাদের পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

যে করেই হোক দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। পাঁচটি জেলার আইনশৃঙ্খলা নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন। আর সেটা স্বাভাবিক করার জন্যও সব পুলিশ কর্মীদের অতিরিক্ত দায়িত্ব নিয়ে মাঠে নামাতে চাইছে অন্তর্বর্তী সরকার। প্রসঙ্গত, দেশব্যাপী বিক্ষোভের জেরে আক্রান্ত হওয়ার আশঙ্কায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অরাজকতার ছবি সামনে আসে। আরও পড়ুন-আরও পড়ুন-মাকে প্রাণে বাঁচানোর জন্য ধন্যবাদ, ভারত সরকারকে বার্তা দিলেন হাসিনার ছেলে জয়

বিক্ষোভরত ছাত্র, অধ্যাপক, দেশের বিশিষ্টরা এরপর হাসিনা পরবর্তী বাংলাদেশে নতুন অন্তবর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় শুরু। এরপর গত ৮ অগাস্ট, বৃহস্পতিবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। দেশের অর্থনীতির হাল ফেরাতেই বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পদ ইউনুসের হাত দেওয়া হয়। সেই দিন রাতেই বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন এম সাখাওয়াত হোসেন (স্বরাষ্ট্র)।

এদিকে, ৯ বছর ধরে দেশ ছেড়ে ভারতে থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশে ফিরলেন। বছর নয়েক আগে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হয়েছিন। ৬২ দিন পর ২০১৫ সালে, ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে।