Sheikh Hasina, Joy.jpg (Photo Credit: Instagram/Wikipedia)

দিল্লি, ৭ অগাস্ট: আরও বেশ কয়েকদিন বাংলাদেশে থাকবেন শেখ হাসিনা। এমনই বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারের সময় মা হাসিনার (Sheikh Hasina) আশ্রয় নিয়ে এমনই মন্তব্য করেন।

প্রসঙ্গত সজীব ওয়াজেদ জয় ব্রিটেনের নাগরিক। একটি জার্মান সংবাদপত্রে সাক্ষাৎকারের সময় মায়ের ভবিষ্যত বাসস্থান নিয়ে এমনই মন্তব্য  করেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র।

আরও পড়ুন: Bangladesh Unrest: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে উদ্বিগ্ন সদগুরু কী লিখলেন দেখুন

জয়ের কথায়, মায়ের সঙ্গে আপাতত তাঁর বোন রয়েছেন। প্রসঙ্গত হাসিনা-কন্যা সাইমা ওয়াজেদ। সাইমা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিরেক্টর। যার সদর কার্যালয় দিল্লিতে। কর্মসূত্রে সাইমা ওয়াজেদ দিল্লিতেই থাকেন। দিল্লিতে হাসিনা পৌঁছনোর পর কন্যা সাইমার সঙ্গেও সাক্ষাৎ করছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে ব্রিটেন (UK) পাকাপাকিভাবে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করলে, বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রীর হাতে রয়েছে ফিনল্যান্ড এবং সংযুক্ত আরব আমীরশাহি। এই দুই দেশেই শেখ হাসিনা আপাতত রাজনৈতিক আশ্রয় পেতে পারেন বলে জানা যাচ্ছে।