ঢাকা, ১৩ অগাস্ট: বাংলাদেশে (Bangladesh) এবার ঢাকেশ্বরী মন্দিরে গেলেন দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। মঙ্গলবার ঢাকার (Dhaka) ঢাকেশ্বরী মন্দিরে যান মহম্মদ ইউনুস। শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে দিতেই অস্থিরতা শুরু হয়ে যায়। যার জেরে বাংলাদেশের একাধিক এলাকায় হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মন্দিরে ভাঙচুর হচ্ছে বলে অভিযোগ ওঠে। যা নিয়ে সম্প্রতি বাংলাদেশের শাহবাগে প্রতিবাদে সরব হন সে দেশের বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
রাষ্ট্রসংঘের তরফেও সংখ্যালঘু মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানানো হয় ইউনুসের কাছে। এরপরই ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: Bangladesh Unrest: মহম্মদ ইউনুসের সরকার সংখ্যালঘুদের মানবাধিকার, নিরাপত্তা নিশ্চিত করুক, জানাল UN
দেখুন ইউনুসের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের ছবি...
Warmly welcome of Professor Muhammad Yunus at Hindu Dhaka's Dhakeshwari National Temple. It's one of the holiest Shakta pithas & largest Hindu temples of Bangladesh. #ForwardEver #MuhammadYunus #hindu #bangladesh pic.twitter.com/fJuqgK1kYJ
— enzo cursio (@enzocursio) August 13, 2024
মহম্মদ ইউনুস বলেন, বাংলাদেশে প্রত্যেক মানুষের অধিকার সমান। বাংলাদেশের সব নাগরিক এক এবং তাঁদের অধিকারও সমান। সবাই ধৈর্য ধরে থাকুন। দেশ গঠনে অগ্রণী ভূমিকা নিন। যদি আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি, তখন সমালোচনা করুন বলে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সামনে বলেন নোবেলজয়ী ইউনুস।