ঢাকা, ৯ অগাস্ট: বাংলাদেশ (Bangladesh) থেকে পলায়নের পর শেখ হাসিনা (Sheikh Hasina) আপাতত ভারতের নিরাপদ আশ্রয়ে। ভারত থেকে অন্য কোন দেশে তিনি যাবেন, সে বিষয়ে দিল্লির কাছে কোনও তথ্য নেই বলে বৃহস্পতিবার জানায় দিল্লি (Delhi)। ভারতের (India) তরফে কেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদাজিয়ার দল বিএনপি (BNP)। ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে তাদের পক্ষে দিল্লির সঙ্গে সহযোগিতার বিষয়টি কঠিন হয়ে উঠবে। তাঁদের শত্রুকে আশ্রয় দিল, ভারতের সঙ্গে বাংলাদেশের এই সহযোগিতার সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে বলে দাবি করা হয় বিএনপির তরফে।
বিএনপির আরও কটাক্ষ,শেখ হাসিনার দায়ভার ভারত গ্রহণ করেছে। ভারত এবং বাংলাদেশের মানুষের একে অপরের সঙ্গে কোনও বিবাদ নেই। কিন্তু ভারত কি গোটা বাংলাদেশের পরিবর্তে একটি দল এবং একজনকেই প্রমোট করতে ব্যস্ত বলেও প্রশ্ন তোলেন বিএনপি নেতা গায়েশ্বর রায়।
এদিকে সংবাদ সংস্থা পিটিআইকে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy) জানান, তাঁর মা বাংলাদেশে ফিরবেন। তবে শেখ হাসিনা রাজনীতির মধ্যে থেকে বাংলাদেশে ফিরবেন না তিনি অবসর নেবেন, তা সময় বলবে। পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে আওয়ামী লিগের কর্মীদের উপর যে অত্যাচার হচ্ছে এবং সে দেশের সংখ্যালঘু মানুষের উপর যে অত্যাচার চলছে, সেই অবস্থায় শেখ মুজিবুর রহমানের পরিবার তাঁদের সঙ্গে রয়েছেন। মুজিবুর রহমানের পরিবার কখনও দেশের মানুষের পাশ থেকে সরবে না বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ।