ঢাকা, ৭ অগাস্ট: প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশ (Bangladesh) ছেড়ে আপাতত ভারতেই (India) রয়েছেন মুজিব-কন্যা। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর ব্রিটেন হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করেছে। পাশাপাশি আমেরিকাও হাসিনার ভিসা প্রত্যাহার করে। ফলে রাজনৈতিক আশ্রয় নিয়ে শেখ হাসিনা কোথায় থাকবেন, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন চিহ্ন।
এদিকে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বুধবার প্রথম প্রকাশ্যে এল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদাজিয়ার (Khaleda Zia) ভিডিয়ো। যেখানে বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রীকে বলতে শোনা যায়, ছাত্র যুবরা অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। বাংলাদেশের ছাত্রদের সাহসী বলে সম্মোধন করেন খালেদা। বাংলাদেশ ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে বলেও ওই ছোট ভিডিয়োতে মন্তব্য করতে শোনা যায় বিএনপি নেত্রীকে।
দেখুন খালেদাজিয়ার ভিডিয়ো...
BNP chairperson and former #Bangladesh prime minister Khaleda Zia issues recorded statement appealing for peace and communal harmony in the country pic.twitter.com/pgMR6eMiW3
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) August 7, 2024