Bangladeshi Currency (Photo Credit: X)

ঢাকা, ৬ ডিসেম্বর: এবার শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) ছবি টাকা থেকে সরিয়ে দিতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বাবা তথা বঙ্গবন্ধুর ছবি এবার নোট থেকে ইউনুস সরকার সরিয়ে দিতে চলেছে বলে রিপোর্টে প্রকাশ। জানা যাচ্ছে, বাংলাদেশে নতুন নোট ছাপানো শুরু হয়েছে। আগামী বছরের জুলাই মাস থেকে বাংলাদেশে নতুন নোট বাজারে দেখা যাবে। ঢাকা ট্রিবিউনের তরফে সম্প্রতি এই খবর প্রকাশ করা হয়। বাংলাদেশে ইতিমধ্যেই ব্যাঙ্ক  ২০টাকা, ১০০টাকা, ৫০০ টাকা এবং ১০০০ হাজার নোট ছাপানো শুরু করেছে বলে খবর।

ছাত্র আন্দোলনের প্রায় শেষ পর্যায়ে শেখ হাসিনা বাধ্য হয়ে বাংলাদেশ ছাড়েন। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা। বাংলাদেশছাড়ার পর দিল্লিতে হাসিন হন মুজিব-কন্যা। সেই থেকে ভারতের তদারকিতে দিল্লিতে অত্যন্ত গোপণ এবং নিরাপদে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।